কিছুদিন আগে এক সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব গ্রহনের বাসনা প্রকাশ করেছিলাম। তিনি বলেছিলেন - না, সে যোগ্যতা আমার বিন্দুমাত্রও নেই। শাস্ত্রের কথা জিজ্ঞেস করলে নিজ বুদ্ধিমতো বলতে পারি। আপনি আন্তরিকভাবে সাধন করে যান। সময় হলে ঈশ্বর নিজেই গুরুরূপে আসবেন।
বড় ভাল লেগেছিল কথাটি। গুরু কথার অর্থ - যিনি মনের অন্ধকার দূর করে সত্যের পথ আলোর পথ দেখিয়ে দেন। ভগবানের কাছে আমরা একটাই প্রার্থনা করতে পারি - প্রভু, তুমি সেই আলোর পথ দেখিয়ে দাও।
কিন্তু ভগবান স্বয়ং গুরু রূপ ধারন করলে, তিনি কি মন্ত্র প্রদান করবেন? মনে হল, এর উত্তর তো আমি জানি! বহু বছর আগে উপনয়নের আগের রাতে দিদিমা শিখিয়েছিল সেই মন্ত্র। কেবল, তাঁর প্রাচীন সংস্কারবশত ওঁ এর স্থলে নমো বলেছিল। তাঁর মতে, মহিলাদের নাকি সম্পূর্ণ বলতে নেই সেই মন্ত্র। গায়ত্রী ছন্দে বিশ্বামিত্র ঋষি প্রদর্শিত সেই মন্ত্রের অর্থ তখন বলেনি কেউ। বহু বছর পরে গুগুল হাতড়ে নানা মনিষী গায়ত্রী মন্ত্রের কি অর্থ বলেছেন, তা জানার চেষ্টা করি। অবশ্যই সবচেয়ে ভাল লেগেছিল, স্বামীজীর বলা গায়ত্রী মন্ত্রের অর্থ।
গায়ত্রী মন্ত্রকেই গুরু প্রদর্শিত বীজ মন্ত্র মনে করে ধ্যান করি আজকাল। প্রার্থনা করি, চেতনা, আরো চেতনা, প্রভু দাও মোরে আরো চেতনা.....
স্বামী বিবেকানন্দ কৃত গায়ত্রী মন্ত্রের সেই অনুবাদঃ
"We meditate on the glory of that Being who has produced this universe; may He enlighten our minds.”
আশা করি কোনো বিশেষ প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলা নেই এই মন্ত্রে, যা অনেকের কাছে বিষময়।
ধন্যবাদ 🙏
Comments
Post a Comment